Khatron Ke Khiladi : 'খতরো কে খিলাড়ি'র চ্যাম্পিয়ন অর্জুন বিজলানি
দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। অভিনেতা অর্জুন বিজলানিই হলেন বহু প্রতীক্ষিত খতরো কে খিলাড়ির বিজয়ী। গ্র্যান্ড ফিনালে শুরু হওয়ার পর থেকেই একে একে বিদায় নিতে শুরু করেন, রাহুল বৈদ্য, দিব্যাঙ্কা ত্রিপাঠি, শ্বেতা তিওয়ারি। শেষ পর্যায়ে দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তবে শেষ হাসি হাসলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানিই। বিজয়ীর হওয়ায় অভিনেতা অর্জুন বিজলানি ট্রফি ছাড়াও বাড়ি নিয়ে গেলেন মারুতির পক্ষ থেকে নতুন একটি গাড়ি এবং নগদ ২০ লক্ষ টাকা। ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন অভিনেতা।দ্বিতীয় স্থানে শেষ করলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। তৃতীয় স্থানে শেষ করলেন বিশাল আদিত্য সিংহ। আগেই সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছি যে, ২৫ এবং ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় দেখা যাবে খতরো কে খিলাড়ি সিজন ১১-র গ্র্যান্ড ফিনালে। ওই দুদিন গ্র্যান্ড ফিনালের এপিসোড সম্প্রচারিত হলেও, ফাইনালের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে যায় প্রতিযোগীদের। আর তাই নিশ্চিতও হয়ে গিয়েছিল বিজয়ীর নাম। বিভিন্ন সূত্রের পাশাপাশি অভিনেত্রী মৌনী রায়ের একটি পোস্ট থেকে জানা গিয়েছিল যে, তাঁর প্রিয় বন্ধুই হয়েছেন জনপ্রিয় স্টান্ট গেম শোয়ের বিজয়ী। শুধু অভিনেত্রীর পক্ষ থেকেই নয়, বিজয়ী প্রতিযোগীর স্ত্রীও খতরো কে খিলাড়ির ট্রফির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন।